ভাইরাল ভিডিও

উচ্চ শক্তিসম্পন্ন একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে গেলেন এক ব্যক্তি। সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়লেন বৈদ্যুতিক তারের ওপর। ব্যস, যা হওয়ার তাই হলো। বিদ্যুতায়িত হয়ে একপর্যায়ে তার শরীর থেকে ধোঁয়া বেরুতে থাকে। সেখানেই তিনি মারা যান। এ দৃশ্য ভিডিওতে ধারণ করে ছেড়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বলা হয়েছে, মালয়েশিয়ার এশিয়া জয়া এলআরটি স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে। ওই সময় সঞ্চালন লাইনে ছিল উচ্চমাত্রার বিদ্যুৎ। এক মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে গেছে। লোকজন বলাবলি করছে, ঘটনাটি ঘটেছে ২৬শে মে পেটালিং জয়াতে। তবে এশিয়া জয়া এলআরটি সঞ্চালন লাইনে ভোল্টেজ অনেক বেশি থাকলেও ভিডিওতে যে ট্রান্সমিশন টাওয়ার দেখানো হয়েছে তার সঙ্গে ওই এলাকার ট্রান্সমিশন টাওয়ারের কোনো মিল নেই। আরো তদন্তে দেখা গেছে ওই ঘটনাটি আসলে ঘটেছে কলম্বিয়ার বারানকুইলা শহরে গত ১৬ই মে। বৃটেনের সংবাদ মাধ্যম মেট্রো রিপোর্ট করেছে যে, নিহত ওই ব্যক্তি একজন বধির। তার বয়স ২০ বছর। নাম ভিক্টর হোসে আরোয়ো গনজালেস। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। তিনি ওই সঞ্চালন টাওয়ার বেয়ে ওপরে উঠে যান। হুমকি দিতে থাকেন লাফিয়ে পড়বেন তারের ওপর। এ খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। কিন্তু তাদের কারো কথায় কান না দিয়ে তিনি লাফিয়ে পড়েন তারের ওপর। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকেন। অনেকক্ষণ পরে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.