৭১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া: রাশিয়া

  • ৭১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া: রাশিয়া
আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় ১০৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৭১টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা সের্গেই রুদসকই মস্কোয় আজ (শনিবার) এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছিল, যুদ্ধজাহাজ ও বিমান থেকে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে একশ'রও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর উল্লেখযোগ্য অংশ ভূপাতিত করেছে সিরিয়ার  ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট।  ওই বিবৃতির মাধ্যমে রাশিয়া এটাও পরিষ্কার করেছে যে, ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ঘটনায় রুশ সেনারা জড়িত নয়।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
লেবাননের হিজবুল্লাহ বলেছে, সিরিয়া সাফল্যের সঙ্গে ত্রিদেশীয় আগ্রাসন মোকাবেলা করেছে।

No comments

Powered by Blogger.