‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

উৎসব প্রিয় বাঙালি বাংলা সনের প্রথম দিন জাকজমকভাবে উদযাপন করে। ভোরের সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের যাত্রা। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।  আজ শনিবার ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ১৪২৫ বঙ্গাব্দের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য, মানুষ ভজলে সোনার মানুষ হবি। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। এরপর শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) মোড় ঘুরে শিশু পার্ক ও মৎস ভবন হয়ে আবার চারুকলার সামনে এসে শেষ হয়। শোভা যাত্রায় অংশ নেয় নানা বয়সী প্রায় লাখো মানুষ। তাদের প্রত্যেকের হাতে ছিলো ছোট ছোট পেঁচা, বাঘের মুখের প্রতিকৃতি। এবারের শোভাযাত্রায় ব্যবহার করা হয়েছে লোক সংস্কৃতির মাটির টেপা পুতুলের অবয়বে তৈরি হাতি, ঘোড়া, বিশাল একটি পুতুল, মাছ সামনে নিয়ে মাছরাঙা, রাগী একটি ষাঁড়। এদের সবার নেতা বিশাল এক সূর্য। এদিকে রমনা বটমূলে ভোরে ছায়ানটের আয়োজনে শুরু হয় বর্ষবরণের ৫১তম আয়োজন। ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অরুণকান্তি কে গো যোগী ভিখারি’ গানে শিল্পী মর্তুজা কবির মুরাদ তার বাঁশিতে তুলেছেন আহীর ভৈরব রাগ। ১৫ মিনিট ধরে চলা বাঁশির সুরের মুর্ছনা ছড়িয়ে পড়ে রমনার চারপাশ।

No comments

Powered by Blogger.