‘সময়ের সঙ্গে আমাদেরও আধুনিক হতে হবে’ by এন আই বুলবুল

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। বরাবরই ফ্যাশন সচেতন তিনি। নিজেকে পরিপাটি রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। দর্শক ও তার ভক্তরাও তাকে নিত্যনতুন স্টাইলে দেখতে পছন্দ করেন। সাবার ভাষ্য, ছোটবেলা থেকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করতাম। আমি নিজেকে কখনো রাখ-ঢাক মনে করি না। সময়ের সঙ্গে আমাদেরও আধুনিক হতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের দিকে তাকালে বোঝা যায় তারা কত এগিয়ে। হয়তো অনেকে এটি নিয়ে সমালোচনা করে থাকেন। কিন্তু সমালোচনার ভয়ে নিজেকে আড়ালে রাখা যাবে না বলে আমি মনে করি। নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই গ্ল্যামারকন্যা। বর্তমানে অভিনয় শিল্পী হিসেবেই তিনি পরিচিত। ছোট পর্দা ও চলচ্চিত্র দুই মাধ্যমেই সুনাম অর্জন করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে দুই পর্দায় কাজও করছেন। ছোট পর্দার জন্য সাবা এখন ‘মধ্যবর্তিনী’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করছেন। এটি দীপ্ত টিভির জন্য নির্মাণ হচ্ছে রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’ গল্প অবলম্বনে। নির্মাণ করছেন রাজু খান। আগামী জুনে সিরিয়ালটি প্রচারে আসবে বলে জানান সাবা। রবীন্দ্রনাথের গল্পে কাজ করে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এই ধারাবাহিকটি প্রসঙ্গে সাবা বলেন, আমি এর আগে দীপ্ত টিভির জন্য ‘খেলাঘর’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করেছি। সেটির জন্য সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। বিশাল সেট তৈরি করে এই ধারাবাহিকটির কাজ করা হচ্ছে। সত্যি বলতে কি দীপ্ত টিভির কাজের কোয়ালিটি অন্যরকম। তারা একটি ভালো কাজের জন্য সবধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এদিকে সাবা অভিনীত ‘খেলাঘর’, ‘বৃহন্নলা, ও ‘চন্দ্রগ্রহণ’সহ বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। এগুলো বাণিজ্যিক ছবির বাইরে বলেই মনে করেন এই পর্দাকন্যা। চলচ্চিত্রের দর্শকের কাছে নতুনভাবে নিজেকে উপস্থাপনের জন্য সাবা প্রথমবারের মতো ‘আব্বাস ওটু’ নামের একটি বাণিজ্যিক ছবিতে কাজ করছেন। এটি নির্মাণ করছেন সাঈফ চন্দন। এটিতে তিনি জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। বাণিজ্যিক ছবিতে কাজ করা নিজের জন্য একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সাবা। তিনি আরো বলেন, আমি ইচ্ছে করেই এই চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালো লাগে। যে উদ্দেশ্যে চ্যালেঞ্জ নিয়েছি, আশা করি সেটি পূরণ করতে পারবো। বাকিটা ছবি মুক্তির পর জানতে পারব আমি কতটা সফল বা ব্যর্থ হয়েছি। দেশি চলচ্চিত্রের বাইরে ওপার বাংলার চলচ্চিত্রেও সাবা অভিনয় করছেন। সম্প্রতি সেখানে তিনি ‘এপার ওপার’ শীর্ষক একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। এটি নির্মাণ করছেন হরনাথ চক্রবর্তী। এ ছবি সম্পর্কে সাবা জানান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে ছবিটি। এই ছবির প্রধান চরিত্রে তিনি অভিনয় করছেন। ওপার বাংলায় এটি সাবার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবির মাধ্যমে টলিউডে পা দেন তিনি।  অভিনয়ের বাইরে সাবা উপস্থাপকের খাতায়ও নাম লিখিয়েছেন। গেল ১লা ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রাইভেট রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ তে ‘সাবাস কনফেশন বক্স’ শিরোনামে একটি অনুষ্ঠান নিয়ে আসেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়াও পেয়েছেন। তবে এটি এখন বন্ধ আছে বলে জানান সাবা। অবশ্য আবারো ‘আড্ডা উইথ সাবা’ শিরোনামের আরেকটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বলে তিনি জানিয়েছেন।  চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সাবা বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ অনুষ্ঠান নিয়ে দর্শকের সামনে আসার ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণে আসা হয়নি। খুব শিগগিরই এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি।

No comments

Powered by Blogger.