`২০১৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বিপজ্জনক যুদ্ধ'

২০১৮ সাল একটি অন্যতম বিপজ্জনক বছরে রূপ নেবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম। পিয়ংইংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা ইস্যুতে সৃষ্ট উত্তেজনার জেরে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে চলমান টানাপড়েনের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে দেশটির ওপর কঠোর চাপ সৃষ্টি করা। উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু বোমার পরীক্ষা চালালে ৭০ ভাগ সম্ভাবনা রয়েছে যে আগামী ১২ মাসের মধ্যে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে। হস্তক্ষেপমূলক বিদেশী নীতির প্রতি কট্টর সমর্থনকারী গ্রাহাম আরো বলেন, উত্তর কোরিয়া যদি দীর্ঘ পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তাহলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার সম্ভাবনা ৩০ ভাগ কমে যাবে। পরমাণু কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করার মতো একটি মাত্র পথই খোলা রয়েছে বলেও মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। গ্রাহম বলেন, ২০১৮ সাল হতে যাচ্ছে মার্কিন ভূখণ্ডে আঘাত হানার উত্তর কোরিয়ার সক্ষমতাকে ধ্বংস করে দেয়ার বছর। দেশটির বিরুদ্ধে উপযুক্ত সামরিক ব্যবস্থা না নেয়া হলে কেবল নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজ হবে না বলেও সতর্ক করেন তিনি।

No comments

Powered by Blogger.