নতুন রূপে মাইকেল জ্যাকসনের গান

বিশ্বজুড়ে তারকাখ্যাতি পাওয়া প্রয়াত মাইকেল জ্যাকসনের ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটি এবার নতুন করে সঙ্গীতায়োজন করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য জানা গেছে।

জ্যাকসন এস্টেটের একজন প্রতিনিধির বরাত দিয়ে খবরে জানানো হয়, মাইকেল জ্যাকসনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটির একটি উপস্থাপনা দেখার পরই নতুন সংস্করণ তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।

১৯৯৭ সালে ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটি মুক্তি পায়। হ্যালুইন থিমে প্রকাশিত গাওয়া গানটি ‘স্ক্রিম’ নামে প্রকাশিত অ্যালবামে ১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তি পায়। গানটি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ব্যাড, ম্যান ইন দ্য মিরর, হিল দ্য ওয়ার্ল্ড, ব্ল্যাক অর হোয়াইট, থ্রিলার, বিট ইট, স্মুথ ক্রিমিনাল, বিলি জিন প্রভৃতি।

২০১০ সালের ২৫ জুন না ফেরার দেশে চলে গেছেন মাইকেল জ্যাকসন। তবে তার গানগুলো শ্রোতাদের মনে তাকে চিরজীবী করে রেখেছে।

মাইকেল জ্যাকসনের গানগুলো এখনো দারুণ জনপ্রিয়। তবে তার গান নতুন সঙ্গীতায়োজনে কেমন হবে সেটাই এখন দেখার অপেক্ষা।

কেউ কেউ মনে করেন তার গান নতুন করে করার কোনো মানেই হয় না। আবার কেউ কেউ অপেক্ষায় আছেন নতুন সঙ্গীতায়োজনে জ্যাকসনের গান শোনার জন্য।

No comments

Powered by Blogger.