চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মারামারি, ২ কর্মকর্তাকে অব্যাহতি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের গাড়ি চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত জাহেদ হোসেন ও মোমেনা আকতারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম এ আদেশ জারি করেন।

অভিযুক্ত ২ জনই চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখার উচ্চমান সহকারী এবং আপন ভাইবোন।

এর আগে ১২ সেপ্টেম্বর শিক্ষাবোর্ড কার্যালয়ে কথা কাটাকাটি একপর্যায়ে বোর্ডের গাড়ি চালক মীর আবছার ও তৌহিদুর রহমানকে মারধর করেন হিসাব শাখার উচ্চমান সহকারী জাহেদ হোসেন ও মোমেনা আকতার।

মারধরের শিকার হয়ে বিচার চেয়ে তারা বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানান। পরে বোর্ড কর্তৃপক্ষ উপ বিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম জানান, বোর্ডের গাড়ি চালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটির রিপোটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত বোর্ডের উচ্চমান সহকারী জাহেদ হোসেন ও মোমেনা আকতারকে শিক্ষাবোর্ডের আইন অনুযায়ী সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আরও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

No comments

Powered by Blogger.