৫ ঘণ্টা বন্ধ থাকার পর খোলা হলো চমেকের মূল ফটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ফটক প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে। কে বা কারা এই ফটক বন্ধ করেছে তা জানে না পুলিশ ও চমেক প্রশাসন।

তবে আকস্মিকভাবে মূল ফটক বন্ধ করে দেয়ার পরও খোলা ছিল জরুরি বিভাগের প্রবেশ পথটি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, সকালে কে বা কারা মূল গেইটে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে।

কারা তালা দিয়েছে সেটা কেউ বলতে পারছে না। পরে বেলা সাড়ে বারটার দিকে গেইটটি খুলে দেয়া হয়েছে।

তবে এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা সেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে মূল গেইটটি বন্ধ থাকায় রোগিদের বহনকারী গাড়িসহ সব ধরনের পরিবহন চমেক হাসপাতালের জরুরি বিভাগের গেইট দিয়ে প্রবেশ করতে হয়েছে।

এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগি ও তাদের স্বজনরা।

সম্প্রতি চিকিৎসকদের দুই গ্রুপে সংঘাতের জেরে এই ফটক বন্ধের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এর আগে গেলো সোমবার নগরীর গোলপাহাড় মোড়ে চিকিৎসকদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে।

এর একটি পক্ষ ছিলেন চমেকের ইন্টার্নি চিকিৎসকরা এবং অপর পক্ষে ছিলেন নগরীর মেট্রোপলিটন হাসপাতালের ডাক্তারদের একাংশ এবং ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

No comments

Powered by Blogger.