আরও দুই সপ্তাহ চলবে ভ্রাম্যমাণ আদালত

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বিষয়ে হাইকোর্টের দেয়া রায় আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ স্থগিতাদেশ দিয়ে শুনানি দুই সপ্তাহ মুলতবি করেন। এর আগে ভ্রাম্যমাণ আদালতকে 'অবৈধ' ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে শুনানির জন্য ছয় সপ্তাহ সময় পেয়েছিল রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। পৃথক তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ গত ১১ মে ওই রায় দেয়। হাইকোর্টের ওই রায়ে বলা হয়, ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের ১১টি ধারা-উপধারা অবৈধ ও অসাংবিধানিক। একইসঙ্গে এ আইন বিচার বিভাগের স্বাধীনতারও পরিপন্থী বলে ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.