২১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক

পদ্মার ঢেউ কমে যাওয়ায় প্রায় ২১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম যুগান্তরকে জানান, পদ্মায় ঢেউ কমে যাওয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে সর্বমোট ৩৩টি লঞ্চ চলাচল করছে বলেও জানান বলে জানায় বিআইডব্লিউটিএ'র ওই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.