সীতাকুণ্ডে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে হামে আক্রান্ত হয়ে আবারো এক ত্রিপুরা শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিপা ত্রিপুরা (৩)। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার পাহাড়ের ত্রিপুরা পাড়ার সুভাচান ত্রিপুরার কন্যা। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সীতাকুণ্ডের সোনাইছড়ি বগুলা বাজার পাহাড়ের বাসিন্দা সুভাচান ত্রিপুরার কন্যা নিপা হামে আক্রান্ত হয়ে হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কর্মীরা দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার অবস্থা ক্রমশ খারাপ হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে সে মারা যায়। নিপার মৃত্যুর কথা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদ বলেন, বগুলা বাজার ত্রিপুরা পাড়ার শিশু কন্যাটি রোববার জ্বরে আক্রান্ত হয়ে হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করালে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মারা যায়। তবে মৃত শিশু কন্যাটির গায়ে হামের লক্ষণ (লালচে র‌্যাশ) ফুটে ওঠেনি বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি সীতাকুণ্ডের সোনাইছড়ি পাহাড়ে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর করুন মৃত্যু হয়। এছাড়া অসুস্থ হয়ে পড়ে শতাধিক শিশু ও বিভিন্ন বয়সী মানুষ। প্রথমদিকে রোগটি অজ্ঞাত বলা হলেও পরে সেটি হাম বলে শনাক্ত করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

No comments

Powered by Blogger.