ফের শোবার ঘরে ১২ গোখরা

রাজশাহীর চারঘাট উপজেলায় শোবার ঘরের মেঝে খুঁড়ে ১২টি বিষাক্ত গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মেহেদী হাসানের বাড়ি থেকে এই সাপগুলো উদ্ধার করা হয়। এনিয়ে ওই এলাকায় সবার মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে। কিন্তু তারপরও সাপ দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। বাড়ির মালিক মেহেদী হাসান যুগান্তরকে বলেন, শুক্রবার দুপুরে হঠাৎ করেই বাড়ির বারান্দায় একটা গোখরা সাপের বাচ্চা দেখতে পাই।
তাকে মারার পর সাপুড়ে আ. সালামকে ডাকা হয়। তিনি ঘরের ভেতরে বড় আকারে একটি মা গোখরা সাপ দেখতে পান। কিন্তু ওই মা গোখরাটিকে পরে আর পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে শোবার ঘরের খাটের নিচে মেঝের একটি বড় গর্তে কয়েকটি গোখরার বাচ্চার দেখা মেলে। পুরো ঘরটি খুঁড়ে সেখানে একে একে ১২টি গোখরা মারা হয়। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই গোখরা সাপ আতঙ্ক বিরাজ করছে রাজশাহী অঞ্চলে। তবে এসব গোখরা সাপ দেখা যাচ্ছে অধিকাংশ মাটির ঘরে।

No comments

Powered by Blogger.