নিহতদের স্মরণে আঙ্কারায় জড়ো হচ্ছে তুর্কিরা

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৬ সালের ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক সেনা অভ্যুত্থান ঘটানো হয়। তবে তুরস্কের গণতন্ত্রপ্রিয় জনগণ এই অভ্যুত্থান চেষ্টা ভেস্তে দেয়।জনগণের বিজয়কে উদযাপনের লক্ষ্যে কাছে এবং দূর থেকে ইতিমধ্যে মধ্য তুরস্কের এক নিঝুম গ্রামে জড়ো হতে শুরু করেছে তুর্কিরা। তাদের এই সফরের উদ্দেশ্য খুবই সাধারণ। অভ্যুত্থান চেষ্টার শিকার বহুল প্রশংসিত সার্জেন্ট ওমার হালিসদেমিরের কবরে শ্রদ্ধা নিবেদন করা। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা জেনারেল সেমিহ তার্জির কপালে দুটো বুলেট গুলি করে তৎক্ষণাৎ জাতীয় বীরের মর্যাদা লাভ করেন তিনি। অভ্যুত্থানবিরোধী বিশেষ বাহিনীর কমান্ডার জেকাই আকসাকালি টেলিফোনে তাকে জেনারেল তার্জিকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। হালিসদেমিরের কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসা ২৩ বছর বয়সী ছাত্র আয়দিন বলেন, সেই দিনের ব্যর্থ অভ্যুত্থানের অন্যতম নায়ক তিনি। শহীদ হওয়ার পর ৮ কোটি তুর্কির ভাই হয়ে গেলেন ওমার হালিসদেমির। অভ্যুত্থানকারী সেনাদের হাতে সেদিন নিহত হয়েছিল ২৪৯ জন বেসামরিক নাগরিক। গত বছরের ২০১৬ সালের এই দিনে দেশটির লাখ লাখ গণতন্ত্রপ্রিয় জনগণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে জনতার ত্যাগ ও বিজয়ের উদযাপনে মারমারা সাগর পাড়ের কাছে ইস্তাম্বুলের ইয়েনিকাপি চত্বরে জড়ো হয়েছিলেন।

No comments

Powered by Blogger.