হিযবুত তাহরীর নেতা ঢাবি শিক্ষক মহিউদ্দিনের বিচার শুরু

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লার আদালতে আসামিদের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়।  চার্জ গঠনের মধ্য দিয়ে উত্তরা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। আদালতের এপিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- সাইদুর রহমান ওরফে রাজীব, কাজী মোরশেদুল হক ওরফে প্লাবন, এম এ ইউসুফ, তানভীর আহমেদ ও তৌহিদুল আলম চঞ্চল।
এদের মধ্যে তৌহিদুল আলম এ মামলায় পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে বাকি আসামিরা জামিনে রয়েছেন। সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ পাঁচ আসামি আজ আদালতে হাজির হন। তাদের উপস্থিতিতেই আদালত চার্জ গঠন করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর ২০১০ সালের ২০ এপ্রিল উত্তরা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। এছাড়া পলাতক তৌহিদুল আলম ছাড়া বাকি আসামিরাও বর্তমানে জামিনে আছেন।

No comments

Powered by Blogger.