চট্টগ্রাম বন্দরের সঙ্গে জার্মান প্রতিষ্ঠানের চুক্তি

অবশেষে বে-টার্মিনাল নির্মাণে জট খুলতে শুরু করেছে। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জার্মানির হামবুর্গ পোর্ট কনসালটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর। হামবুর্গ পোর্ট কনসালটিংয়ের পক্ষে বেনজামিন লিডার ও চট্টগ্রাম বন্দরের পক্ষে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. খালেদ ইকবাল চুক্তিতে সই করেন। বুধবার বেলা সাড়ে ১১টায় বন্দরের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। বন্দর সূত্র জানায়, বিভিন্নভাবে সমীক্ষা চালিয়ে রিপোর্ট প্রদান করবে হামবুর্গ পোর্ট কনসালটিং প্রতিষ্ঠানটি। সম্ভাব্যতা যাচাইয়ে ৮ থেকে ৯ মাস সময় লাগবে।
রিপোর্ট পাওয়ার পর অন্যান্য কার্যক্রম শুরু হবে। ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট সংগ্রহের জন্য বন্দর কর্তৃপক্ষের প্রায় আট কোটি টাকা খরচ হবে। বে-টার্মিনাল নির্মাণের জন্য এরই মধ্যে বন্দর কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সংগ্রহ করা হয়েছে। চলতি মাসের মধ্যে পরিবেশ ছাড়পত্র পাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বন বিভাগের অনাপত্তি এবং পুলিশের অনাপত্তিপত্রের কাগজপত্রও জমা দেয়া হয়েছে। এর জন্য ৯০৭ একর ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে। এই চুক্তির ফলে বে-টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল জানালেন বন্দর চেয়ারম্যান এম. খালেদ ইকবাল। শিগগির প্রতিষ্ঠানটি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

No comments

Powered by Blogger.