লন্ডনে ‘হারকিউলিস’ বাহিনীর যাত্রা শুরু

ইউরোপজুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার মধ্যে নতুন একটি সন্ত্রাসবিরোধী ইউনিট যাত্রা শুরু করেছে। বুধবার ‘অপারেশন হারকিউলিস’ নামে এই বাহিনীর পরিচয় করিয়ে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগান হাউ এবং লন্ডনের মেয়র সাদিক খান। সম্প্রতি হোগান বলেছেন, ব্রিটেনে যে কোনো সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে। সশস্ত্র হারকিউলিস সদস্যরা মোটরবাইক, নৌকা এবং ভ্যানে চড়ে বুধবার আত্মপ্রকাশ করেন। টেমস নদীতেও টহল দেন তারা। কর্তৃপক্ষ জানায় প্রায় ৬শ’ সশস্ত্র এবং মুখোশধারী অফিসার হারকিউলিস অপারেশনের হয়ে কাজ করবেন। হামলাকারীরা যেন তাদের চিনতে না পারেন সে কারণে নতুন ইউনিটের কর্মকর্তাদের মুখোশ পরে থাকতে হবে।
ফ্রান্সে লরি হামলায় অন্তত ৮৪ জনের মৃত্যুর পর লন্ডনসহ যুক্তরাজ্যজুড়ে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় আরও বেশি পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করা হয়। আর বুধবার ঘোষণা দেয়া হয় সন্ত্রাসবিরোধী এই ইউনিটের। আর আত্মপ্রকাশের প্রথম দিনেই লন্ডনের রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনাকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে হয় হারকিউলিসকে। বুধবার রাতে ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। পরে পুলিশ অবশ্য বলেছে, হামলাকারীর মানসিক জটিলতা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না। ডেইলি মেইল, বিবিসি

No comments

Powered by Blogger.