বন্ধ হচ্ছে ‘ট্রাম্প তাজমহল ক্যাসিনো’

অনেক আগেই যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে ব্যবসার পাঠ চুকিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তার নির্মিত ‘ট্রাম্প তাজমহল ক্যাসিনো’ নামে একটি হোটেল সেখানে রয়েছে। লোকসান ও শ্রমিক ধর্মঘটের কারণ দেখিয়ে বুধবার ক্যাসিনোটি বন্ধের নোটিশ দিয়েছে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ট্রপিকানা এন্টারটেইনমেন্ট। ফলে চাকরি হারাতে হচ্ছে ৩ হাজারের বেশি শ্রমিকদের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টনি রেডিও বলেন, গত কয়েক মাসে আমরা একশ’ মিলিয়ন ডলার লোকসান দিয়েছি। তার মধ্যে শ্রমিক ধর্মঘট চলছে। যে কারণে ক্যাসিনো পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। খবর বিবিসির। ১৯৯০ সালে নির্মিত এই ক্যাসিনোটি ২০১৪ সালে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিনে নেয় তার ঘনিষ্ঠ বলে পরিচিত কার্ল আইকানের প্রতিষ্ঠান আইকান এন্টারপ্রাইজ। নভেম্বরে নির্বাচনে ট্রাম্প জিতলে এই ব্যবসায়ীকে তার মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে অনেকের ধারণা। বিবিসির খবরে বলা ন্যায্য পারিশ্রমিক ও স্বাস্থ্য বীমার দাবিতে জুলাইয়ের শুরু থেকে এই ক্যাসিনোর শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। ক্যাসিনোটি বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান বলেছেন,
এটা ‘দুর্ভাগ্যজনক ও বিব্রতকর’। তিনি আরও বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে আটলান্টিক সিটি সারা বিশ্বে ক্যাসিনোর জন্য বিশেষভাবে পরিচিত। এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর। শ্রমিক ধর্মঘটের মধ্যেই ক্যাসিনো বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার। বুধবার ধর্মঘটে শ্রমিকদের ডাকা এক সংহতি সমাবেশে অ্যালায়েন্সের সভাপতি মিসবাহ বলেন, এ ধরনের সিদ্ধান্ত অভিবাসী শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, ট্রাম্প ও তার সমর্থকরা মার্কিন স্বার্থের চেয়েও ব্যক্তিস্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করে শ্রমিক-কর্মচারী আর পণ্য সরবরাহকারীদের বিপদে ফেলছেন। ক্যাসিনোর মালিক আইকানের শ্রমিকবিরোধী নীতির সমালোচনা করে মিসবাহ বলেন, নভেম্বরের নির্বাচনে বিজয়ী হলে ক্যাসিনোর মালিক আইকানকে অর্থমন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ন্যায্য পারিশ্রমিক আর স্বাস্থ্যবীমার দাবিতে ধর্মঘটে যাওয়া শ্রমিকদের পেটে যিনি লাথি মারেন, তিনি যে আমেরিকান কতটা উন্নতি করবেন, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।

No comments

Powered by Blogger.