ফ্রান্সে যাজককে গলা কেটে হত্যা

ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের রুয়েন শহরের এক গির্জায় এক প্রবীণ যাজককে গলা কেটে হত্যা করেছে দু’জন ছুরিধারী। এ সময় গির্জার সেবিকাসহ চারজনকে জিম্মি করে তারা। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ছুরিধারী নিহত হয়। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এএফপি জানায়, ছুরিধারী ওই দুই ব্যক্তি সেন্ট ইটেনি দ্যু রুয়েন গির্জার ৮৬ বছর বয়সী পাদ্রি জ্যাকস হামেলকে গলা কেটে হত্যা করে। ছুরিকাঘাতে আহত এক জিম্মির অবস্থা সংকটাপন্ন।
পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলার সময় যাজক ও দুই সেবিকা ছাড়াও কয়েকজন প্রার্থনাকারী গির্জায় উপস্থিত ছিলেন। ফ্রান্সের সোয়াত এবং সন্ত্রাসবাদবিরোধী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে গুলির শব্দ পাওয়া যায় বলে জানায় ফ্রান্স থ্রি টেলিভিশন সূত্র। সে সময় জনগণকে দূরে সরিয়ে দেয় পুলিশ। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ওই গির্জা সফর করেছেন এবং বলেছেন, ইসলামিক স্টেটের নামে এ হামলা চালানো হয়। ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট আমাক বার্তা সংস্থার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএসের ‘সৈনিকরা’ এ হামলা চালিয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়ের ভলস এই ‘বর্বরোচিত হামলার’ নিন্দা জানিয়ে বলেছেন, এতে পুরো ফ্রান্স এবং ক্যাথলিকরা আহত হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকব। স্থানীয় ইউলালি গার্সিয়া বিউটি পার্লারে কর্মরত এক নারী নিহত যাজকের প্রশংসা করে বলেন, তিনি তাকে ছোটবেলা থেকে চিনতেন।

No comments

Powered by Blogger.