মুস্তাফিজের অস্ত্রোপচার ইংল্যান্ড না অস্ট্রেলিয়ায়?

মুস্তাফিজুরের অস্ত্রোপচার করাতে হবে, তা বৃহস্পতিবারই জানা গেছে। কিন্তু কোথায় তার অস্ত্রোপচার হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনার মাধ্যমে সম্ভাব্য সেরা জায়গাতেই মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে চায় বিসিবি। এ মুহূর্তে তিনি ইংল্যান্ডে থাকলেও অস্ট্রেলিয়াতে তার অস্ত্রোপচার হতে পারে। ২০ বছর বয়সী এই পেসারের অবস্থা নিয়ে কাল বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা এখনও নিশ্চিত করিনি কোথায়, কখন ওর অস্ত্রোপচার হবে। অস্ট্রেলিয়াতেও কথা বলব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করানো হয়, তবে গ্রেগ হয়ে’র কাছে পাঠানো হতে পারে। তিনিও এ ধরনের অস্ত্রোপচার করেন। আশা করছি, দু’একদিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’
বৃহস্পতিবার দ্বিতীয় এমআরআই রিপোর্টে মুস্তাফিজের বাঁ-কাঁধের ল্যাবরামে ধরা পড়েছে গ্রেড-২ শ্রেণীর চোট। অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের বিশেষজ্ঞ চিকিৎসক টনি কোচার মুস্তাফিজের দ্বিতীয় এমআরআই রিপোর্ট দেখে অস্ত্রোপচারের পরামর্শই দিয়েছেন। সেক্ষেত্রে মুস্তাফিজের অস্ত্রোপচার হলে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে পাঁচ মাস সময় লাগবে। বিসিবির চিকিৎসক বলেন, ‘এ ধরনের ইনজুরি সারতে কমপক্ষে পাঁচ মাস সময় লাগে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ডাক্তারদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি পাঁচ মাসের মধ্যেই খেলার মতো ফিট হয়ে যাবে মুস্তাফিজ।’ মুস্তাফিজের অস্ত্রোপচার হলে নিশ্চিতভাবেই ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজের দুটিই মিস করবেন কাটার মাস্টার। শুধু তাই নয়, আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত বিপিএলের চতুর্থ আসরও মিস করবেন তিনি।

No comments

Powered by Blogger.