চিয়ারলিডার হতে গেলে উতরাতে হয় অগ্নিপরীক্ষা

মনে দুঃখের মেঘ জমে থাকলেও মুখে সবসময় ওদের হাসি খেলা করে। ওই হাসিই ভুবন জিতে নেয়। নিজের দলকে চিয়ার করার সময় মোহময়ী দেখায় ওদের। বাইশ গজে খেলছেন গৌতম গম্ভীর। ডিজে তারস্বরে বাজাচ্ছেন ‘করব, লড়ব, জিতব রে’। আর দূরে কলকাতা নাইট রাইডার্সের জন্য ক্রমাগত চিয়ার করে চলেছেন ওঁরা। ওঁরাই তো চিয়ারলিডার।
গোটা বিশ্বেই কিন্তু এখন চিয়ারলিডারদের দারুণ জনপ্রিয়তা। চিয়ারলিডার হিসেবে অনেকেই এখন পেশা গড়তে চান। তাই তৈরি হয়েছে প্রতিযোগিতাও। প্রতিযোগিতা মানেই তো পরীক্ষা। পাশ করলে চাকরি। পাশ করতে না-পারলেই ‘চাকরি নট’। ফলে পরীক্ষায় বসতে হয় চিয়ারলিডারদের।  পরীক্ষা যথেষ্ট কঠিন। চিয়ারলিডারদের আই কিউ টেস্ট নেওয়া হয়। চিয়ারলিডারদের হতে হবে সপ্রতিভ। এটাই যেন অলিখিত শর্ত। সুন্দরী তো হতে হবেই। জানতে হবে নাচ। কঠিন কঠিন প্রশ্নের জবাব হাসিমুখে দিয়ে, কঠিন থেকে কঠিনতম ধাপ উতরোতে পারলে তবেই বেছে নেওয়া হয় চিয়ারলিডারদের। সেই সব চিয়ারলিডাররা তখন নেমে পড়েন নিজেদের কাজের জগতে।

No comments

Powered by Blogger.