ইয়েমেনে গোলার কারখানায় বিস্ফোরণ নিহত ১১০

ইয়েমেনে একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে ১১০ জন নিহত ও আহত হয়েছে প্রায় ৯০ জন। গতকাল সোমবার দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশের জার শহরে এ ঘটনা ঘটে।মহসেন সালেম নামের এক সরকারি কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে প্রায় ৯০ জন।স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই কারখানা থেকে গত রোববার আল-কায়েদার সদস্যরা অস্ত্র লুট করে। পরের দিন গতকাল সোমবার কারখানাসংলগ্ন এলাকার বাসিন্দারা গোলাবারুদের খোঁজে কারখানাটিতে প্রবেশ করে। এ সময় বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের কারণ পরিষ্কার নয়।গত রোববার ওই কারখানাটি থেকে জঙ্গি সংগঠন আল-কায়েদার ৩০ জন সশস্ত্র সদস্য অস্ত্র লুট করে। ইয়েমেন সরকার যখন চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে, ঠিক সেই সময়েই দেশটির চারটি প্রদেশের শাসনক্ষমতা নিয়ে নিয়েছে স্থানীয় সশস্ত্র সংগঠনগুলো। প্রদেশ চারটি হলো ছাদা, জাফ, আবিয়ান ও শাবওয়া।

No comments

Powered by Blogger.