হায়দরাবাদে কেমন আছেন মুস্তাফিজ

বিলিয়ার্ড খেলছেন মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদে এখন
বাংলাদেশ দলের তরুণ বাঁ-হাতি পেসার -ওয়েবসাইট
ছবিতে দেখা যাচ্ছে বিলিয়ার্ড খেলছেন মুস্তাফিজুর রহমান! শখের বশে যে খেলা, সে তো বোঝাই যায়। আজ বাদে কাল শুরু হবে আইপিএল। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ মঙ্গলবার রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিপক্ষে। মানে, প্রথম ম্যাচেই ক্রিস গেইলের মুখোমুখি মুস্তাফিজ। যদি হায়দরাবাদের প্রথম একাদশে সুযোগ মেলে। এদিকে সানিয়া মির্জার শহর হায়দরাবাদে কেমন দিন কাটছে বাংলাদেশের এই তরুণ পেসারের? সানরাইজার্স হায়দরাবাদের ফেসবুকের ভেরিফাইড পেজে খেলোয়াড়দের আড্ডার ছবি পোস্ট করে লেখা হয়েছে- ‘চেনা যাচ্ছে ছবির মানুষগুলোকে? কাল রাতে মজার বিলিয়ার্ড খেলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) অনুশীলনে যাওয়ার আগে ভালোই হল বিলিয়ার্ড খেলাটা।’
আরেক খবরে বলা হয়, আইপিএলে এই প্রথম খেলতে যাওয়া বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজ ভাষাগত সমস্যায় পড়েছেন। তিনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না। মুশকিল হল, হায়দরাবাদ দলে বাংলা ভাষায় কথা বলেন এমন কেউ নেই। হায়দরাবাদ দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণের সঙ্গে দেখা হয়েছে মুস্তাফিজের। এ প্রসঙ্গে এই পেসার বলেন, ‘আমার সঙ্গে লক্ষ্মণ স্যারের দেখা হয়েছে। তবে খুব বেশি কথা বলতে পারিনি আমরা। এখানে আমার জন্য ভাষাগত সমস্যাটা বড় হয়ে উঠেছে।’ এ জন্যই সাকিবের সঙ্গে একই দলে খেলার ইচ্ছে ছিল মুস্তাফিজের। কিন্তু সাকিব তার পুরনো দল কলকাতা নাইটরাইডার্সে রয়ে গেছেন। হায়দরাবাদ দলে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন যুবরাজ সিং, আশিষ নেহরা, শিখর ধাওয়ান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। সদ্যসমাপ্ত টি ২০ বিশ্বকাপে যাদের বিপক্ষে খেলেছেন মুস্তাফিজ। ভাষাগত সমস্যা সব উবে যাবে বল হাতে মুস্তাফিজ মাঠে আগুন ঝরাতে শুরু করলে। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.