‘রাষ্ট্রীয় উপদেষ্টা’ হলেন সুচি

মিয়ানমারে নতুন দায়িত্ব পেলেন অং সান সুচি। তাকে দেয়া হয়েছে স্পেশাল অ্যাডভাইজার বা বিশেষ উপদেষ্টার পদ। তাকে এমন দায়িত্ব দিয়ে বুধবার একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট টিন কিয়াও। এর মধ্য দিয়ে সরকারের সব শাখায় সুচির প্রভাব বিস্তারের পথ সুগম হল। বৃহস্পতিবার রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে তার প্রথম ঘোষণায় সুচি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুচি বুধবার সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়ার পর তিনি প্রথম আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন চীনকে। বুধবার মিয়ানমারের পার্লামেন্টের দু’কক্ষেই সুচিকে বিশেষ উপদেষ্টার দায়িত্ব দেয়ার বিলের ওপর শুনানি হয়। সেনাবাহিনী মনোনীত সদস্যরা এ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
তার নতুন সরকার আগামী ২ সপ্তাহের মধ্যে মিয়ানমারের সব রাজনৈতিক বন্দিদের মুক্তির উদ্দেশ্যে কাজ শুরু করেছে। নির্বাচনে তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নিরংকুশ জয় লাভ করলেও সাংবিধানিক কারণে সুচি প্রেসিডেন্ট হতে পারেননি। তাকে প্রধানমন্ত্রীর সমপর্যায়ের একটি পদ হিসেবে রাষ্ট্রীয় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। রাজবন্দিদের মুক্তির উদ্দেশ্যে তার সাম্প্রতিক এই পদক্ষেপে প্রায় ৫০০ বন্দির কারাভোগের সমাপ্তি ঘটবে। সুচি নিজেও এক সময় রাজনৈতিক বন্দি ছিলেন। তিনি বলেছেন, এ বন্দিদের মুক্তি দেয়া তার সরকারের প্রধান কাজগুলোর মধ্যে একটা। মিয়ানমারের দীর্ঘ সামরিক শাসনের ইতি ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রায় একশ’ বন্দি ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। কিন্তু অনেকেই এখনও বন্দি অবস্থায় রয়েছেন।

No comments

Powered by Blogger.