দিল্লি সরকারের টার্গেটে চার তারকা পত্নী

পান-মশলার ব্যবহার রুখতে এবার বলিউডের চার তারকা-পত্নীকে টার্গেট করেছে দিল্লি সরকার। সেই মতে চিঠিও দিয়েছে এই চার তারকা-পত্নীকে। তাদের চিঠি দিয়ে দিল্লি সরকার অনুরোধ জানায়, তারা যেন পান-মশলার বিজ্ঞাপন থেকে অভিনেতা স্বামীদের বিরত রাখে। সরকারের এই অভিনব উদ্যোগে তারকা-পত্নীরা কতটা সাড়া দিয়েছেন, তা জানা যায়নি। বুধবার এ খবর প্রকাশ করেছে দ্য হিন্দু। জানা যায়, এর আগে পান-মশলার বিজ্ঞাপন না দেয়ার অনুরোধ জানিয়ে অজয় দেবগন, শাহরুখ খান,
আরবাজ খান ও গোবিন্দকে নোটিশ পাঠায় দিল্লি সরকার। সাড়া না মেলায় শেষ পর্যন্ত তারকা পত্নীদের টার্গেট করা হয়। অজয়ের স্ত্রী কাজল, শাহরুখের স্ত্রী গৌরী, আরবাজের স্ত্রী মালাইকা ও গোবিন্দার স্ত্রী সুনীতাকে চিঠি পাঠিয়েছেন দিল্লির অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা। চিঠিতে বলা হয়েছে, যে সব পান মশলায় সুপারি থাকে, তার ব্যবহার ক্যান্সারের মতো মরণ রোগের কারণ হতে পারে। তাই তারা যেন তাদের অভিনেতা স্বামীদের অনুরোধ করেন, জনস্বার্থে তারা যেন এ ধরনের বিজ্ঞাপন না করেন।

No comments

Powered by Blogger.