দুর্বল গণতন্ত্রে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় -রিয়াজ উদ্দিন আহমেদ

নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য কোন কালাকানুন নেই এটি সত্যি। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ গণমাধ্যমে রয়েছে। কিছু নিয়ন্ত্রণ আছে সরকারি রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আর কিছু আছে বিভিন্ন পেসার গ্রুপ থেকে। এ দুটি ক্ষেত্র মিলে গণমাধ্যমের এমন একটি অবস্থা তৈরি করা হয় যাতে করে গণমাধ্যম সেলফ সেন্সরশিপে যেতে বাধ্য হয়। মানবজমিনকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করে সরকারকে সেজন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। এ মুহূর্তে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো খুবই দুর্বল। দুর্বল গণতন্ত্রে স্বাধীন সাংবাদিকতা কোনদিন সম্ভব নয়। বর্তমানে এদেশের গণমাধ্যম একটি অগণতান্ত্রিক পরিবেশে আছে বলে করেন রিয়াজ উদ্দিন।

No comments

Powered by Blogger.