যেতে হবে বহুদূর

বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশ গত বছরের অবস্থান ধরে রাখার পাশাপাশি কিছুটা অগ্রগতিও আছে। গত বছর আমরা ১৮৭টি দেশের মধ্যে ১৪২তম অবস্থানে ছিলাম, চলতি বছর ১৮৮টি দেশের তালিকায়ও একই অবস্থানে আছি। মানব উন্নয়নের এই শম্বুকগতি বাড়াতে না পারলে উচ্চ মানব উন্নয়ন দেশের কাতারে যেতে বহু সময় লেগে যাবে। আমরা বর্তমানে চার ভাগে বিভক্ত সূচকের তৃতীয় ভাগ অর্থাৎ মধ্যম সারিতে রয়েছি। এর ওপরে অতি উচ্চ ও উচ্চ সূচকের দেশগুলো রয়েছে। বরাবরের মতো এবারও বাংলাদেশ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কা থেকে যেমন পিছিয়ে আছে, তেমনি এগিয়ে আছে পাকিস্তান ও নেপাল থেকে। ভারত, পাকিস্তান ও নেপালের ক্রমিক যথাক্রমে ১৩০, ১৪৭, ১৪৫। নিউইয়র্কভিত্তিক মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক সেলিম জাহান মানব উন্নয়ন সূচকে উন্নতি করতে হলে বাংলাদেশকে কর্মসংস্থান বৃদ্ধি ও এর গুণগত মান উন্নত করার ওপর জোর দিয়েছেন।
আমরাও মনে করি কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। বিশ্ব এগিয়ে চলেছে, এর সঙ্গে পাল্লা দিতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তবে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ সুখবর দিয়েছেন যে মানব উন্নয়নের অনেকগুলো খাতে বাংলাদেশ ভালো করেছে। সবচেয়ে কম টাকা ব্যয় করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সূচকে সাফল্য অর্জন তার মধ্যে উল্লেখযোগ্য। তথ্যপ্রযুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষ সহজে ও দ্রুত খাপ খাইয়ে নিতে পারছে বলে তিনি মন্তব্য করেছেন।n এসব সুসংবাদ নিশ্চয়ই। কিন্তু এখানে থেমে থাকলে চলবে না। যেতে হবে আরও বহুদূর। মানব উন্নয়নের অনেক সূচকে যেমন বাংলাদেশ এগিয়ে আছে, তেমনি অধিক জনবহুল হওয়ার কারণে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা কাটাতে রাষ্ট্র কতটা সঠিক নীতিকৌশল গ্রহণ এবং তার সুষ্ঠু ও যথাযথ বাস্তবায়ন করতে পারে, তার ওপরই সাফল্য নির্ভর করছে। মানব উন্নয়ন এমন একটি খাত যেখানে কম বিনিয়োগ করে অনেক বেশি লাভ বা মুনাফা পাওয়া সম্ভব।

No comments

Powered by Blogger.