বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই : মেনন

ওয়ার্কার্স পাটির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিদেশি নাগরিক হত্যার পর বিদেশ থেকে বলা হলো ইসলামিক স্টেট (আইএস) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই। বিএনপি-জামায়াত চেষ্টা করেও দেশের উন্নয়নে বাধা দিতে পারবে না। তাদের সাথে জনগণ নেই।
তিনি আজ শনিবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ২৬তম বর্ষপূর্তি ও রজত জয়ন্তী উৎসবের আলোচনা সভায় একথা বলেন।
বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন বগুড়ার প্রধান উপদেষ্টা তরুণ কুমার চক্রবর্তী, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল জলিল, ডেকোরেশন শ্রমিক ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মনছুর রহমান প্রমুখ।

No comments

Powered by Blogger.