হরিয়ানায় জীবন্ত পুড়িয়ে ২ শিশু হত্যা

ভারতের উত্তরাঞ্চলে বল্লভগড়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে নিম্ন বর্ণের দুটি শিশুকে। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে সেখানে। আগুনে পুড়িয়ে হত্যা করা ওই দুই শিশুর লাশ নিয়ে বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক মানুষ। তারা এ সময় আগ্রার মহাসড়ক বন্ধ করে দেয়। পুলিশের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে হরিয়ানা রাজ্যে। ঘটনার পর স্থানীয় পুলিশ আটক করেছে চার জনকে। হরিয়ানা রাজ্য পুলিশ বলেছে, একদল মানুষ ওই দুই শিশুকে পুড়িয়ে হত্যা করেছে। এর মধ্যে একটি শিশুর বয়স মাত্র ৮ মাস। অন্যটির বয়স দুই বছর। সম্পর্কে তারা ভাই বোন। তারা যখন ঘরের মধ্যে অবস্থান করছিল তখন ওই দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরের ভিতর পেট্রোল ছুড়ে মেরে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে শিশু দুটির পিতামাতাও আহত হন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর অফিসের এক কর্মকর্তা জওয়াহার যাদব বলেছেন, এ ঘটনাটি ঘটেছে শত্রুতা থেকে। এখানে জাতপাত নিয়ে কোন বিরোধ ছিল না। পরিস্থিতির শিকার পরিবারটি বলছে, উচ্চ বর্ণের লোকেরা তাদের ওপর হামলা চালিয়েছে। এক বছর আগে ওই এলাকায় একটি হত্যাকা- ঘটেছিল। তার প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটানো হয়েছে। পরিস্থিতি নিয়ে সারা বিশ্বের মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলেছেন। সম্প্রতি ওই এলাকা সফর করেছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি সেখানকার গরীবদের রক্ষায়, তাদের অবস্থার উন্নতি না করতে পারার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করেন।

No comments

Powered by Blogger.