বেসরকারি খাতে গেল তিন কনটেইনার জাহাজ

চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁওয়ে নৌপথে কনটেইনার পরিবহনে প্রত্যাশিত সাড়া না পেয়ে অবশেষে নিজেদের কেনা ৩টি জাহাজ পরিচালনা বেসরকারি খাতে ছেড়ে দিল চট্টগ্রাম বন্দর। বুধবার আনুষ্ঠানিকভাবে ৩টি জাহাজ বেসরকারি প্রতিষ্ঠান সামিট গ্র“পের কাছে নৌপরিবহনমন্ত্রীর মাধ্যমে হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ সময় মন্ত্রী শাজাহান খান বলেন, জাহাজ পরিচালনা বন্দরের কাজ নয়। এছাড়া বন্দরের সে পরিমাণ লোকবলও নেই। তাই জাহাজগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হয়েছে।
এতে মাসে ৪২ লাখ টাকা আয় হবে বন্দরের। জাহাজ কেনাকে টাকার অপচয় বলে যারা সমালোচনা করেছে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, এটা কোনোভাবেই টাকার অপচয় নয়। যে কোনো কাজই শুরুর দিকে কিছুটা লোকসান গুণতে হয়। এখানেও শুরুর দিকে কিছুটা লোকসান গুণতে হবে। হরতাল ও অবরোধে সড়ক পথের বিকল্প হিসেবে ২০১৩-এর ডিসেম্বরে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে কনটেইনার পরিবহন শুরু হয়। অথচ ৫০ কোটি টাকায় কেনা বন্দরের ৩টি জাহাজ গত দেড় বছরে এই রুটে মাত্র ১ হাজার ২শ’ টিইইউস কনটেইনার পরিবহন করেছে। অতিরিক্ত ভাড়া, সময় বেশি লাগাসহ নানা সমস্যায় আমদানি ও রফতানিকারকরা এই রুট ব্যবহার করছে না।

No comments

Powered by Blogger.