জাপানের মৌচাষী ফার্স্টলেডি

প্রধানমন্ত্রীর স্ত্রী বলে সবসময় কেতাদুরস্ত হতে হবে এমন কথা কি আছে? স্বামীকে মধুমিশ্রিত চা খাওয়াতে তাই নিজে হাতে মৌচাক কেটে মধু সংগ্রহ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিই আবে। পুরোদস্তুর মৌচাষী হয়ে প্রধানমন্ত্রী ভবনে নিজেই করেছেন মৌ চাষ। রোমান্টিক ভঙ্গিতে আকিই আবে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত।
এই মধু বোতলে ভরে রাখছি। বৈঠকের ফাঁকে আমার স্বামী এখান থেকে চা পান করবে।’ আবেও উত্তর দিয়েছেন রসিকতায়, ‘চায়ে আমি চিনি নিই না। তবে এখন দেখছি মধু নিতে হবে!’ জাপানের ফার্স্টলেডি আকিই মৌচাষের প্রেরণা পেয়েছেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার কাছ থেকে। গত এপ্রিলে হোয়াইট হাউস সফরে গিয়ে তিনি দেখেছিলেন মিশেলের কিচেন গার্ডেনের মৌ চাষ -জাপান টাইমস

No comments

Powered by Blogger.