জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় বেশি দেরি হয়ে গেছে

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেশ দেরি হয়ে গেছে। যে সব কার্যক্রম চলছে তাও মন্থর গতিতে এগোচ্ছে। জলবায়ু সমস্যা সমাধানে আমাদের কার্যকরী নীতি গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। কিন্তু তা আমরা করতে ব্যর্থ। যুক্তরাষ্ট্রের আলাকায় সোমবার আর্কটিক জাতির বৈঠকে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের দায় নিজেদের ঘাড়ে নিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর ইউএসএ টুডে এবং এএফপির। ওবামা বলেন, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যৎ চ্যালেঞ্জ নয়। আমরা এখনই প্রতি মুহূর্তে এর অভিশাপে পুড়ছি।
আমাদের যা করার এখনই করতে হবে। উদাহরণ টেনে বলেন, বৈশ্বয়িক উষ্ণায়নের পরিণাম হল দাবানল, খরা, বন্যা- যা আমরা প্রতিনিয়ত দেখছি। আর এর কারণে দিনে দিনে বেড়ে চলছে শরণার্থীর সংখ্যা। হ্রাস পাচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং দেখা দিয়েছে আরও দ্বন্দ্বের সম্ভাবনা। এছাড়া আশংকাজনকভাবে ডেকে আনবে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সংকট। এসব ভয়াবহ পরিস্থিতি এড়াতে আসন্ন প্যারিস সম্মেলনে কার্বন নিঃসরনে বিশ্ববাসীর কাছে অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। এছাড়া যেসব জাতি আগেই গ্রিন হাউস গ্যাস ও কার্বন নিরসনের ব্যাপারে ওয়াদাবদ্ধ ছিল তাদের তা বাস্তবায়নের জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

No comments

Powered by Blogger.