১৭ বছর পর...

ছোটপর্দার নির্মাতা হিসেবে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন একযুগ পার করছেন। ২০০৩ সালে তিনি হুমায়ূন আহমেদের লেখা ‘পক্ষীরাজ’ নাটক নির্মাণ করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি শতাধিক নাটক টেলিফিল্ম নির্মাণ করেছেন। তার মধ্যে দুটি ধারাবাহিক নাটকও রয়েছে।
একটি ‘কবি’ ও অন্যটি ‘একলা পাখি’। ১৯৯৮ সালে হুমায়ূন আহমেদের লেখা ‘এই বৈশাখে’ নিয়ে নাটক নির্মিত হয়। নির্মাতা হিসেবে তখন নাম ব্যবহৃত হয় ‘নুহাশ চলচ্চিত্র’র। দীর্ঘ ১৭ বছর পর চ্যানেল আইয়ের জন্য একই নাটকের রিমেক করছেন মেহের আফরোজ শাওন। এ প্রসঙ্গে শাওন বলেন, ‘১৭ বছর আগে এই বৈশাখে নাটকে আমি গান গেয়েছিলাম। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই বিশেষ এ নাটকটি নির্মাণ করছি। যারা নাটকে কাজ করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

No comments

Powered by Blogger.