একাকিত্ব আয়ু কমায়

সমাজ-সংসারের নানা সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই একা থাকতে চান। এ রকম অবস্থায় মানুষের আয়ু বাড়ার কথা। কিন্তু সাম্প্র্রতিক গবেষণায় দেখা গেছে যারা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকেন বা একা থাকেন তাদের আয়ু কমে যায়। গবেষণার প্রধান লেখক যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির (বিওয়াইউ) জুলিয়ান হোল্ট-লান্সটাড বলেন, ‘একাকিত্বর ক্ষতিকর দিকগুলোকে স্থূলতার সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ব্যাপারে জনসচেতনতা তৈরি করা দরকার।’ গবেষকরা জানান, বৃদ্ধ বয়সে বেশিরভাগ মানুষ একা হয়ে যান আর তাদের মৃত্যুর আশংকাও থাকে বেশি। তবে তরুণ বয়সে যারা একাকিত্বে ভোগেন তাদের মধ্যে মৃত্যুর আশংকা বৃদ্ধদের থেকেও বেশি থাকে। তারা আরও জানান, সামাজিক বিচ্ছিন্নতা এবং নিঃসঙ্গ জীবনযাপনের জন্য ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে অকাল মৃত্যুর প্রবণতা বেশি দেখা যায়। পার্সপেক্টিভস অন সাইকোলজিকাল সায়েন্স জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। সূত্র : ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.