বাবা হত্যায় পুতিন রাজনৈতিকভাবে দোষী

রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসভের মেয়ে ঝানা নেমৎসভ তার বাবার হত্যার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে দায়ী করেছেন। সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনি বিশ্বাস করেন, এ হত্যাকাণ্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ‘রাজনৈতিকভাবে’ দোষী।’
সাবেক রুশ উপপ্রধানমন্ত্রী এবং উদাপন্থী নেতা নেমৎসভ গত ২৭ ফেব্র“য়ারি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে পায়চারী করার সময় রাজধানীর মস্কোর ক্রেমলিনের কাছে আততায়ীদের গুলিতে নিহত হন। তিনি পুতিনের কড়া সমালোচকদের একজন ছিলেন। তবে পুতিন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন এবং খুনিদের খুঁজে বের করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এর মধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন এ হত্যার দায় স্বীকারও করেছেন বলে দাবি করা হয়েছে। অবশ্য পরে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জোরপূর্বক তার কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ঝানা বলেছেন, তার বাবার মিত্ররা এর আগে এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে বলে অভিহিত করেছেন। তাদের সুরেই কথা বলেন তিনি। তার ভাষায়, ‘তিনি ছিলেন পুতিনের কড়া সমালোচকদের একজন। রাশিয়ায় তিনিই ছিলেন সবচেয়ে ক্ষমতাধর বিরোধীদলীয় নেতা। তাকে হত্যা করার পর অন্য নেতারা সাহস হারিয়ে ফেলেছেন। এখন তারা সবাই ভয় পাচ্ছেন।’ ঝানা আরও বলেছেন, ‘এখন আর রাইশয়ায় তেমন কোনো গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ নেতা নেই যিনি রুশ সরকারের অন্যায় কাজের সমালোচনা করতে পারেন।’

No comments

Powered by Blogger.