বাবরি মসজিদের ওপরই রাম মন্দির গড়া উচিত: উত্তরপ্রদেশের রাজ্যপাল

রাম মন্দির ইস্যুতে নতুন করে বিতর্ক উসকে দিলেন ভারতের উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক৷ দেশবাসীর ইচ্ছা মেনে বাবরি মসজিদের ওপরই রাম মন্দির গড়ে তোলা উচিত বলে বিতর্কিত মন্তব্য করলেন তিনি৷ বৃহস্পতিবার ফইজাবাদে আউধ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘যত শীঘ্র সম্ভব রাম মন্দির গড়ে তোলা উচিত৷ এটাই দেশবাসীর ইচ্ছা৷ তাদের ইচ্ছা পূরণ করাই সরকারের কর্তব্য৷’ প্রসঙ্গত গত মাসে বিশ্বহিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেও বিতর্কিত মন্তব্য কিছিলেন নায়েক৷তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে এই ইস্যুটির সমাধান করে ফেলতে হবে৷ শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷এই ইস্যুতে নির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছেন তিনি৷’ এদিকে নায়েকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাবরি মসজিদ ইস্যুতে সবচেয়ে পুরনো মামলাকারী হাশিম আনসারি বলেন, ‘আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি৷ আমরা আলোচনার পথে সমাধান চাই৷ কিন্তু আলোচনার টেবিলে বসার আগে বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের শাস্তি দিতে হবে কেন্দ্রীয় সরকারকে৷’ অন্যদিকে, রাজ্যপালের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে৷ উঠে এসেছে নান প্রতিক্রিয়া৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, “রাম নায়েকের নামের মধ্যেই রাম রয়েছে৷ তিনি যে রাম মন্দির নিয়ে তৎপর হবেন, সেটাই স্বাভাবিক৷আজ রাজ্যপালের পদে থাকলেও, একদিন রাম মন্দির আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন তিনি৷” অন্যদিকে সপা নেতা নরেশ আগরওয়াল বলেন, এটা রামপালের নিজস্ব মত হলেও, এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত তার৷ মনে রাখা উচিত, তিনি এখন আর বিজেপি নেতা নন৷ রাজ্যের রাজ্যপাল৷রাম নায়েকের সমালোচনার সরব হন বসপা নেত্রী মায়াবাতীও৷– সংবাদ সংস্থা।

No comments

Powered by Blogger.