নাকের ওপর গাছ! by রেদোয়ান আহমেদ

ঘুম থেকে উঠে লোকটা আবিষ্কার করল, তার নাকের ওপর একটা ছোট্ট গাছ গজিয়েছে! তাতে ডাল আছে, পাতা আছে। ছোট ছোট ফলও ধরেছে। অনেকটা আঙুরের মতো দেখতে। বোকা বোকা চেহারা করে আয়নার সামনে দাঁড়িয়ে লোকটা ভালো করে দেখল। হ্যাঁ, গাছই তো!
আলতো করে আঙুল দিয়ে ধরল গাছের একটা ডাল। আস্তে করে টান দিতেই...আউচ! ব্যথা লাগে! তার মানে ব্যাপারটা স্বপ্নও নয়। সত্যি! কী বিপদ রে বাবা!

২.
গা ঝাড়া দিয়ে উঠল আঙুরগাছটা। বিকেলের হালকা বাতাসে পাতায় দোল দিতে দিতে একটু ঘুম ঘুম লাগছিল। আর তাতেই কী বিদঘুটে একটা স্বপ্ন দেখল সে! ভেবেই আঙুরগাছের পাতার শিরা-উপশিরাগুলো কেঁপে কেঁপে ওঠে। মাটিতে না গজিয়ে সে কিনা গজিয়েছে একটা মানুষের নাকের ওপর! সেই মানুষ আবার তার ডাল-পাতা ধরে টানাটানি করছে! ছ্যাহ, কী বিচ্ছিরি স্বপ্ন!

No comments

Powered by Blogger.