ছিনতাই আতঙ্ক by ইকবাল আহমদ সরকার

দিন দুপুরে গুলি করে, ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে পর পর কয়েকটি স্থানে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে বিকাশের টঙ্গী সেনাকল্যাণ শাখার বিক্রয় প্রতিনিধি নিজাম উদ্দিন গত গত ১৪ই সেপ্টেম্বর স্থানীয় এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। দিন দুপরে তাকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ও তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ১২ই সেপ্টেম্বর ভোরে গাজীপুর নাগদা ব্রিজ থেকে ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত ভিনটেজ ডেনিম লিমিটেড নামের কারখানার ৮৫ লাখ টাকা দামের ২৪৩ রোলে ২৭ হাজার ৮৭১ গজ ফেব্রিকসসহ কাভার্ডভ্যান ছিনতাই হয়। র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। কাপড়সহ কাভার্ডভ্যান ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় ব্যবস্থাপক (কর্মাশিয়াল ডিপার্টমেন্ট) মো. আছাদুজ্জামান বাদী হয়ে জয়দেপুর থানায় মামলা করেন। গত ১০ই সেপ্টেম্বর বুধবার গাজীপুর মহানগরের জাঝর এলাকার নার সুয়েটার ফ্যাক্টরির শ্রমিক-কর্মচারীদের বেতনের ৭২ লাখ টাকা নিয়ে কর্মকর্তারা মাইক্রোবাসযোগে উত্তরা থেকে কারখানায় যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় কারখানার কাছে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে গাড়িসহ ৭২ লাখ টাকা নিয়ে চলে যায়। গত ১১ই সেপ্টেম্বর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে দিন দুপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন যুবক গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের ২ জনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। কালিয়াকৈরের খাড়াজোড়া নামক স্থানে দু’জনকে সড়কের পাশে ফেলে এরপর তারা চলে যায়। এছাড়াও গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকা ও কালিয়াকৈর এলাকায় দুটি কারখানার গত মাসে বিপুল অংকের টাকা ছিনতাই হয়েছে। গত এক সপ্তাহে গাজীপুরে তিনটি ছিনতাইয়ের ঘটনায় মোট ৯ জনকে আটক করা হয়। তবে কোন ছিনতাইয়ের টাকা বা মালামাল উদ্ধারের তেমন কোন অগ্রগতি নেই। বিষয়ে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দিন দুপুরে প্রকাশ্য গুলি করে, ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে গাজীপুরের গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন জানান, প্রায় এক বছর আগে টঙ্গীর পাড়ার এলাকায় তার একজন বিপণন কর্মীকে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই করেছে। সম্প্রতি গাজীপুরের নানা কায়দায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি রয়েছেন আতঙ্কে। তিনি বলছেন, ফ্ল্যাক্সি লোড, রিচার্জ কার্ড, মোবাইল ফোন সেট ইত্যাদির টাকা সংগ্রহ করতে কর্মীদের সকালে মার্কেটে পাঠিয়ে সন্ধ্যায় অফিসে ফেরা পর্যন্তই থাকতে হয় উৎকণ্ঠায়। বাংলালিংকের টঙ্গী এজেন্ট ভয়েজ মার্কেটিংয়ের মালিক মনিরুল ইসলাম শামীম জানান, কয়েক মাস আগে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে গুলি করে তাদের বাংলালিংকের কর্মীর কাছ থেকে ছিনতাই হয়েছে সাড়ে তিন লাখ টাকা। আজো উদ্ধার হয়নি সেই টাকা। ঈদ সামনে রেখে ছিনতাইকারী ও অপরাধীচক্র বেশি তৎপর থাকে। তাই পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানো প্রয়োজন। জাঝর এলাকার যে কারখানার ৭২ লাখ টাকা ছিনতাই হয়েছে, সে সোয়েটার কারখানার মালিক মো. মনির উদ্দিন জানিয়েছেন এর পর বেতন বোনাসের জন্য ব্যাংক থেকে টাকা তুলে কারখানায় আনার সময় পুলিশ পাহারায় টাকা নিয়ে আসবেন।

No comments

Powered by Blogger.