পাকিস্তানে ভারি বর্ষণ আন্দোলনে ঢিমেতাল

পাকিস্তানে ভারি বর্ষণে বিপাকে পড়েছেন বিক্ষোভকারীরা। প্লাস্টিকের চাদরে নিজেদের ঢেকে রেখেছেন তাহিরুল কাদরির এসব সমর্থক। অন্যদলগুলোর সমর্থনহীন নিঃসঙ্গ ইমরান-তাহিরের সরকারবিরোধী আন্দোলন এখন চলছে ঢিমেতালে।
ভেতর বাহিরের আক্রমণে ইমেজ সংকটে পড়ছেন ইমরান নিজেও। রাজনৈতিক দুর্যোগ সৃষ্টি করা আন্দোলনকারীদের হয়ত এখন ঘরে ফিরতে হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়। লাহোর ও শিয়ালকোটসহ পাঞ্জাবে ১২ ঘণ্টার টানা ভারি বর্ষণে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই বৃষ্টি-দুর্যোগে আহত হয়েছে আরও অনেকে। ছবিটি বৃহস্পতিবার ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের সামনে থেকে তোলা এএফপি

No comments

Powered by Blogger.