ন্যাটো ঐক্যবদ্ধ, রাশিয়া একা

ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য দু’দিনের এক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েলেস শহরে জড়ো হয়েছেন ন্যাটো নেতারা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই সম্মেলনে তারা রাশিয়াকে মোকাবেলায় একসঙ্গে কাজ করার একটি পরিকল্পনা গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওয়েলসের নিউপোর্টে অনুষ্ঠেয় ন্যাটো বৈঠকে রাশিয়া ছাড়াও ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেটের হুমকি মোকাবেলার বিষয় নিয়েও আলোচনা করা হবে। ইতিমধ্যে আইএসকে ধ্বংস করার সংকল্প ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনে যোগ দেয়ার আগে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন নাগরিকদের শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো যাবে না এবং মধ্যপ্রাচ্যে আইএসের শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র লড়ে যাবে। মঙ্গলবার দ্বিতীয় মার্কিন সাংবাদিকের শিরোñেদের ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। এদিকে ন্যাটো প্রধান অ্যান্দ্রেস রাসমুসেন ফগ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ঠাণ্ডা লড়াইয়ের পর ইউক্রেনে রুশ আগ্রাসন হচ্ছে ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে সহায়তা করতে একসঙ্গে কাজ করার শপথ নিয়েছেন প্রেসডেন্ট ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার এই দুই নেতার একটি যৌথ বিবৃতি ‘টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে আলজাজিরা জানিয়েছে। এই সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে মাত্র ৪৮ ঘণ্টার নোটিশে কয়েক হাজার সেনা মোতায়েনের একটি পরিকল্পনা অনুমোদন করা হতে পারে। এদিকে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইউক্রেনে ২০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শেষে অনুষ্ঠেয় সামরিক মহড়ার অংশ হিসেবে এসব সেনা মোতায়েন করা হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী স্বাধীনতাকামীদের সঙ্গে চলতি বছর কিয়েভের সেনারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার পর এটাই হবে দেশটিতে প্রথম মার্কিন পদাতিক সেনাদল মোতায়েন।
বুুধবার পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির। তিনি বলেন, সামরিক মহড়ায় যোগ দেয়ার জন্য প্রায় ২০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে, আগামী সপ্তাহে কৃষ্ণসাগরে আলাদা নৌমহড়ায় প্রায় ২৮০ মার্কিন নৌসেনা যোগ দেবে। এ মহড়ায় ইউক্রেন, তুরস্ক, জর্জিয়া এবং রোমানিয়ার সেনাদের যোগ দেয়ার কথা রয়েছে। সি-ব্রিজ নামের এ মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস রস এবং ন্যাটো নৌগোষ্ঠীর দুটি রণতরীও অংশ নেবে। ওদিকে, ফ্রান্স বুধবার রাশিয়ায় দুটি যুদ্ধজাহাজ সরবরাহ ‘নভেম্বর পর্যন্ত’ স্থগিত করেছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মিত্র দেশগুলো রাশিয়াকে কড়া সমালোচনা করায় এ সিদ্ধান্ত নিল প্যারিস। ২০১১ সালে ফ্রান্স ১২০ কোটি ইউরোর (১৬০ কোটি মার্কিন ডলার) বিনিময়ে রাশিয়ার কাছে দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিক্রি করতে সম্মত হয়। প্রথম জাহাজটি অক্টোবর বা নভেম্বর এবং দ্বিতীয়টি ২০১৫ সালে সরবরাহ করার কথা ছিল। খবর এএফপির। যুদ্ধজাহাজ কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে ফ্রান্সের ১৬০ কোটি ডলারের চুক্তির বিষয়ে ব্যাপক আপত্তি ছিল ইউরোপীয় দেশগুলোর। ফ্রান্স সেই আপত্তি এতদিন উপেক্ষা করেছে। এএফপি।

No comments

Powered by Blogger.