সারদা কেলেংকারিতে মমতার পদত্যাগ দাবি

পশ্চিমবঙ্গের আলোচিত সারদা আর্থিক কেলেংকারির তদন্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি বসতে চান তারই এক সময়কার স্নেহভাজন সংসদ সদস্য ও সাংবাদিক কুনাল ঘোষ। শনিবার সকালে আদালতে কুনাল ঘোষ বলেন, ‘জামিন চাই না, সিবিআই হেফাজতে থাকতে চাই। ষড়যন্ত্র খুঁজে বের করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি বসতে চাই।’ এদিকে কুনাল ঘোষের এ বক্তব্যের পর কংগ্রেস, বিজেপি মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগ ও সিপিএম ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। সারদা আর্থিক কেলেংকারিতে মমতা ব্যানার্জির নাম জড়ানোতে পশ্চিমবঙ্গ কংগ্রেস দাবি করেছে, তদন্তে ‘স্বচ্ছ’ প্রমাণিত না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে মমতার সরে দাঁড়ানো উচিত। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন সময়ে রেলের সঙ্গে সারদার চুক্তি হয়েছিল। উনি সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেনকে চিনতেন।
রেলের ক্ষমতা ব্যবহার করে উনি সুদীপ্ত সেনকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন। সিবিআই তাকে জেরা করুক। আর আমাদের মুখ্যমন্ত্রী যদি সততা ও স্বচ্ছতার প্রতীক হন, তাহলে পদত্যাগ করুন। সিবিআই যতক্ষণ না তাকে ক্লিনচিট দিচ্ছে, ততক্ষণ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকেও দূরে থাকা উচিত।’ এ ঘটনায় কংগ্রেসের মতো বিজেপিও মমতার পদত্যাগ দাবি করেছে। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, ‘হাওলা কেলেংকারিতে নাম ওঠায় সব পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন লালকৃষ্ণ আদভানি। নির্দোষ প্রমাণ হওয়ার পর ফের তিনি পদে যোগ দেন। মমতা ব্যানার্জিরও পদ ছাড়া উচিত।’ তবে বামফ্রন্ট মমতার সরাসরি পদত্যাগ দাবি না করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তার প্রতিক্রিয়ায় বলেন, ‘২০১২ সালে উত্তরবঙ্গের ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ্ত সেনের বৈঠক হয়েছিল। সেখানে সংসদ সদস্য কুনাল ঘোষ আর তৃণমূল কংগ্রেসের প্রথম সারির এক নেতা উপস্থিত ছিলেন। ডেলোতে কী কথা হয়েছিল, রাজ্যবাসী জানতে চায়। কার কথায় সুদীপ্ত সেন ভবানীপুরের ক্লাবগুলোতে টাকা দিয়েছিলেন, রাজ্যবাসী তা-ও জানতে চায়।’ শনিবার সারদাকাণ্ডে ধৃত কুনাল ঘোষকে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন জানাল সিবিআই।

No comments

Powered by Blogger.