সুয়ারেজের অভিষেকে ঝলমলে বার্সা

অবশেষে বার্সোলোনার জার্সিতে অভিষেক হল লুইস সুয়ারেজের। বদলি হিসেবে নেমে খেলেছেন মাত্র ১৫ মিনিট। গোল পাননি, তেমন কোনো ঝলকও দেখাতে পারেননি। তারপরও অভিষেক রজনীটা দুর্দান্তই কেটেছে উরুগুয়ান ফরোয়ার্ডের। অভিষেকেই ছয় গোলের জয়। আর কি চাই! গত মৌসুমে মেসি-নেইমার জুটি সেভাবে জমে উঠেনি। এবার সুয়ারেজ যোগ দেয়ায় বার্সার তারকাখচিত আক্রমণভাগে লাতিন ত্রয়ীকে কিভাবে খেলানো হবে, এ নিয়ে আগ্রহ ছিল সবার। ত্রিরত্ন একসঙ্গে সফল হবেন কিনা সেই প্রশ্নতো থাকছেই। তবে আপাতত নির্ভার থাকতে পারেন কোচ লুইস এনরিকে। মেসি ও নেইমারের রসায়ন যে জমে উঠেছে। তাহলে আর দুশ্চিন্তার কি আছে! সোমবার মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে সুয়ারেজের অভিষেক ম্যাচে বার্সোলোনার ৬-০ গোলের দাপুটে জয়ের কারিগর মেসি-নেইমারই। এবারের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ঘরের মাঠে এটাই বার্সেলোনার প্রথম প্রীতি ম্যাচ। আর লীগ মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ। হোয়ান গাম্পার ট্রফির মর্যাদার লড়াইটি ছিল আবার সুয়ারেজের অভিষেক মঞ্চ। সব মিলিয়ে দর্শকের ঢল নেমেছিল ন্যুক্যাম্পে। সমর্থকদের হতাশ করেনি কাতালানরা। চোট কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেছেন নেইমার।
এক গোল করে এবং একটি করিয়ে ম্যাচসেরা মেসি। নেইমারের মতো মেসিরও বিশ্বকাপের পর প্রথম ম্যাচ এটি। নেইমারের বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছেন যুব দল থেকে আসা নতুন সেনসেশন মুনির আল হাদাদিও। লিওনের কফিনে শেষ পেরেক ঠোকেন আরেক তরুণ ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ। নেইমারের একটি আক্রমণ থেকে তিন মিনিটেই গোল উৎসবের সূচনা করেন মেসি। ১২ মিনিটে ইনিয়েস্তার নিখুঁত পাস থেকে ব্যবধান বাড়ান নেইমার। বিরতির ঠিক আগে মেসির পাস থেকে দুর্দান্ত ব্যাকহিলে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। দ্বিতয়ার্ধে জাদু দেখান দুই তরুণতুর্কি মুনির ও সান্দ্রো। শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে রাফিনহার বদলি হিসেবে অভিষেক হয় সুয়ারেজের। গ্যালারিতে করতালির শব্দপ্রপাত ঘটিয়ে মাঠে নামেন সাবেক লিভারপুল তারকা। তবে তার আগেই মেসি ও নেইমার উঠে যাওয়ায় লাতিন ত্রয়ীকে একসঙ্গে দেখতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে সমর্থকদের। কামড়-কাণ্ডে চার মাসের নিষেধাজ্ঞা বহাল থাকলেও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন সুয়ারেজ। তবে বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের জন্য ২৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। আপাতত প্রীতি ম্যাচে মাঠে নামতে পেরেই আপ্লুত সুয়ারেজ, ‘অবিস্মরণীয় একটি দিন ছিল। এমন ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’ ইনিয়েস্তার বিশ্বাস, ন্যুক্যাম্পে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না উরুগুয়ান তারকার। রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লীগ মৌসুম শুরু করবে বার্সা। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.