সজল-মমর প্রতিজ্ঞা

একই কলেজে পড়াশোনা করেন সজল ও মম। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পাঠানোর স্বপ্ন দেখেন সজলের বাবা। কিন্তু তারা দু’জনই ঘর বাঁধার প্রতিজ্ঞা করেন। সজলের বাবা তাকে বিদেশে পাঠিয়ে দেয়। একই সময়ে বিয়ে ঠিক হয়ে যায় মম’র। এদিকে বেশ কয়েক বছর পর দেশে ফিরে আসেন সজল। এরপর সে অন্য এক বন্ধুর মাধ্যমে মম’র কাছ থেকে একটি চিঠি পায়। কিছু দিন পরই মারা যায় মম।
টানাপড়েন আর নানা দুশ্চিন্তায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যায় সজলও। এভাবেই দু’জনের প্রতিজ্ঞার অবসান ঘটে। সম্প্র্রতি সাইমনের রচনা এবং মনজুরুল হক মনজুরের পরিচালনায় ‘প্রতিজ্ঞা’ নামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন সজল ও মম। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকটিতে অভিনয় করে আমার অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। প্রেমের জন্য মৃত্যুটা সত্যি কষ্টবহ। আমার কাছে খুবই ভালো লেগেছে।’ মম বলেন, ‘সত্যিকারের ভালোবাসার জন্য যে মানুষের মৃত্যুও হতে পারে সেটা নাটকটি দেখলে দর্শক বুঝতে পারবেন। দেখার পাশাপাশি এ নাটকে শেখারও অনেক কিছু রয়েছে।’ এ নাটকে আরও অভিনয় করেছেন সৈয়দ শুভ্র, কাজী উজ্জ্বল, আরিফ মাহবুব তমাল, শিখা, মৌ, সাখাওয়াৎ লিটন, এ্যামিলিয়া, সুমন সৌরভ প্রমুখ। আসছে কোরবানির ঈদে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে।

No comments

Powered by Blogger.