অপূর্বর থাপ্পড় থেরাপী

থাপ্পড় অভিযানে নেমেছেন অভিনেতা অপূর্ব। প্রতিদিনই কাউকে না কাউকে থাপ্পড় দিয়ে বেড়াচ্ছেন। অফিসে প্রবেশ করে শুরুতেই পিয়নকে থাপ্পড় দিয়ে বসেন। এরপর অন্যদের দিকেও তেড়ে আসেন। তবে তার এ থাপ্পড় দেয়ার পেছনে অবশ্য কারণও রয়েছে। তিনি মনে করেন, থাপ্পড় দিলে দাঁত ব্যথা সেরে যায়। কারও ব্যথা থাক বা না থাক থাপ্পড় দিলেই হল। এ নিয়ে একদিন অফিসের বসের মুখোমুখি হতে হয়েছে অপূর্বকে। অনেক জবাবদিহিতাও করতে হয়েছে। নানাভাবে অপূর্ব বোঝাতে চেষ্টা করেছেন এটা এক ধরনের থেরাপি।
যার নাম ‘থাপ্পড় থেরাপী’। সম্প্রতি শফিকুর রহমান শান্তনুর রচনা ও সুব্রত মিত্রের পরিচালনায় ‘থাপ্পড় থেরাপী’ শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেন অপূর্ব। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি কমেডি নাটক। হাসির নাটক তো তেমনটা করা হয় না। অনেকদিন পর করে বেশ আনন্দ পেয়েছি। আশা করছি দর্শককেও নাটকটি আনন্দ দেবে।’ এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আসছে কোরবানির ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বলে নির্মাতা জানান।

No comments

Powered by Blogger.