রাহুলকে এবার ‘সার্কাসের এমডি’ বলায় কংগ্রেস নেতা বহিষ্কৃত

রাহুল গান্ধী
ভারতে কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধীকে ‘কংগ্রেসের সার্কাস দলের এমডি’ অভিহিত করে এবার দল থেকে বহিষ্কৃত হলেন রাজস্থান বিধানসভার সদস্য ভানওয়ার লাল শর্মা৷ গতকাল রোববার দল থেকে তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে৷ এর আগে রাহুলকে ‘জোকার’ (ভাঁড়) বলে বহিষ্কৃত হয়েছেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা টি এইচ মুস্তফা৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷ রাজস্থানের চুরু জেলার সারদা শহর আসন থেকে বিধানসভার ছয়বারের নির্বাচিত সাংসদ ভানওয়ার শর্মা৷ গত শনিবার রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করে তিনি বলেন,
কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতা রাহুল নন৷ দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার মাধ্যমে বিভিন্ন স্তরে নতুন নেতৃত্ব ঠিক করা প্রয়োজন৷ পুরো দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে৷ ভানওয়ার রাহুলকে ঘিরে থাকা নেতাদের জোকার (ভাঁড়) আখ্যা দিয়ে তাঁকে ‘কংগ্রেসের সার্কাস দলের প্রধান’ বলে উল্লেখ করেন৷ বহিষ্কৃত হওয়ার পরও নিজের অবস্থানে অনড় ভানওয়ার শর্মা৷ গতকাল তিনি দাবি করেন, তাঁর বক্তব্যের সঙ্গে দলের অনেক নেতাই একমত৷ এর আগে রাহুলকে জোকার বলে অভিহিত করেন কেরালার নেতা ও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সদস্য টি এইচ মুস্তফা৷ লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের জন্য রাহুলকে দায়ী করে তিনি বলেছিলেন, রাহুল স্বেচ্ছায় দলীয় পদ না ছাড়লে তাঁকে অপসারণ করা উচিত৷ এই মন্তব্যের জন্য মুস্তফাকে দল থেকে বহিষ্কার করে দলের রাজ্য কমিটি৷

No comments

Powered by Blogger.