রাহুলের আবেদনপত্র বাতিল

ভোটের মুখে নতুন অস্বস্তিতে পড়লেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। আমেথির বাসিন্দা রাহুল গান্ধীর আবেদনপত্র নাকচ করে দিলেন আদালত। আবেদনপত্র জমা দেয়ার সঠিক পদ্ধতি না মানার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। নির্বাচন কমিশনের বিধি মেনে নিজেকে আমেথির বাসিন্দা প্রমাণ করতে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য দরখাস্ত জমা দেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। কিন্তু আবেদনপত্রে তার জায়গায় স্বাক্ষর করেন জনৈক রাজেন্দ্র সিং। দরখাস্তটি সঙ্গে সঙ্গে বাতিল করে দেন জেলা আদালত। বৃহস্পতিবার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জগৎরাজ ত্রিপাঠি বলেছেন, রাহুল যে আমেথিতে বসবাস করেন কিংবা এখানে এসে প্রায়ই থাকেন তার কোনো প্রমাণ নেই।
এই কারণেই রাহুলের ঠিকানার প্রমাণপত্র খারিজ করা হচ্ছে। গত দশ বছর ধরে আমেথির সংসদ সদস্য রাহুল। এবারও আমেথির লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিজের নির্বাচনী কেন্দ্রে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট খোলা আবশ্যিক এবং ওই অ্যাকাউন্ট খুলতেই প্রয়োজন ডোমিসাইল সার্টিফিকেটের। স্থানীয় মানসী গেস্ট হাউসকে রাহুলের অস্থায়ী বাসভবন হিসেবে দেখিয়ে আবেদনপত্রে সই করেন আমেথির কংগ্রেস মুখপাত্র রাজেন্দ্র সিং। আগপিছ না ভেবে এই খামখেয়ালির ষোল আনা মাসুল গুনতে হচ্ছে রাহুলকে।

No comments

Powered by Blogger.