হার মানলেন মমতা : বদলি নির্দেশ কার্যকর

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ কার্যকর করলেন পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। কমিশনের চাপে নতিস্বীকার করে অপসারিত অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচন কমিশনের কথায় সরকার চলবে না। পুলিশ সুপারদের বদলি করা হবে না। নির্বাচন কমিশনের ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক- সোমবার পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে এমন হুমকি দেয়ার সত্ত্বের বুধবার পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বদলির আদেশ দিলেন মমতা ব্যানার্জি। তবে নির্বাচন শেষে তাদের আবার আগের স্থানেই ফিরিয়ে আনবেন।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তা আগেই জানিয়েছিলেন মমতা। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এদিন উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসক সঞ্জয় বনসল ও ২ জন অতিরিক্ত জেলা প্রশাসককে স্বরাষ্ট্র দফতরে ওএসডি পদে বদলি করা হয়েছে। আবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ ও মুর্শিদাবাদের এসপি হুমায়ুন কবীরকে সিআইডি-র বিশেষ সুপার পদে বদলি করা হয়েছে। বর্ধমানের এসপি সৈয়দ মির্জা ও মালদার এসপি রাজেশ যাদবকে সরিয়ে আনা হয়েছে পুলিশ ডাইরেক্টরের ওএসডি পদে। এদিন বদলির নির্দেশ দিয়ে ওই খালি পদগুলোতে অফিসারও নিয়োগ করেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক সঞ্জয় বনসলের স্বরাষ্ট্র দফতরের ওএসডি পদে বদলির পর তার দায়িত্ব দেয়া হয়েছে ওঙ্কার সিং মিনাকে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের জায়গায় আনা হয়েছে শিসরাম ঝাঝোরিয়াকে। সূত্রের খবর, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে পুলিশ সুপার ভারতী ঘোষকে রবিবার সতর্ক করে কমিশন। মুর্শিদাবাদের পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে ওয়াকার রাজাকে। এর আগে হুমায়ুন কবীর জেলার পুলিশ সুপার ছিলেন।

No comments

Powered by Blogger.