১৬১ বছর পর সংবাদ সংশোধন

সদ্য অস্কারজয়ী চলচ্চিত্র ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই সংবাদের একটি ভুল ১৬১ বছর পর সংশোধন করে মঙ্গলবারের সংখ্যায় ছাপিয়েছে পত্রিকাটি।
‘দ্য কিডন্যাপিং কেস’ শিরোনামে সংবাদটি আমেরিকার এ পত্রিকায় প্রকাশ হয়েছিল ১৮৫৩ সালের ১২ জানুয়ারি। অপহৃত হওয়ার পর ১২ বছর ধরে দাসত্ব জীবনের কাহিনী নিয়ে একটি বই লেখেন সলোমন নরথাপ নামে তৎকালীন স্বাধীন এক কৃষ্ণাঙ্গ। নরথাপের ওই বইয়ের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের পর আবার আলোচনায় আসে এ ঘটনা। সম্প্রতি পত্রিকায় ছাপানো সংবাদটির একটি ডিজিটাল কপিতে ধরা পড়ে সলোমন নরথাপের নামের বানানের দুই জায়গায় ভুল দেয়া আছে। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ জনিয়েছে জনপ্রিয় পত্রিকাটি। ১৮৫১ সালের ১৮ সেপ্টেম্বর ‘নিউইয়র্ক টাইমস’ এর প্রথম সংখ্যা বের হয়। দুই বছর পরে ছাপানো হয়েছিল আলোচিত ওই সংবাদটি। বিবিসি।

No comments

Powered by Blogger.