একটি দ্বিধান্বিত গল্প by তাওহিদ মিলটন

এক দেশে এক ব্যাংক ছিল। ব্যাংকটির নাম গোল্ডেন ব্যাংক। এই ব্যাংক নিয়ে প্রচলিত ছিল অদ্ভুত সব গল্প। এই ব্যাংক থেকে যে কেউ যখন খুশি টাকা আত্মসাৎ করতে পারত, চাইলে চুরিও করতে পারত। একদিন সেই গোল্ডেন ব্যাংকের দ্য গোল্ডেন ম্যান খ্যাত সোহেল দুই বছর পরিশ্রম করে সুড়ঙ্গ খুঁড়ে প্রায় ১৭ কোটি টাকা চুরি করলেন পুরো বিদেশি স্টাইলে। কিন্তু ধরা পড়লেন পুরোপুরি দেশি স্টাইলে। কিন্তু তার মাথায়ও বুদ্ধি কম ছিল না। ধরা পড়ে সংবাদ সম্মেলন করলেন তিনি। সেখানে বেশ দম্ভের সঙ্গে বললেন, ‘আমার এত দিনের পরিশ্রম সার্থক হয়েছে। আমি আমার এক বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলাম। বলেছিলাম, “আমাদের ব্যাংকের ভল্টের সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল।” সে তখন কথাটা মানেনি। আমারও জেদ চেপে গেল। এরপর আমি নেমে পড়ি আমার অভিযানে। দীর্ঘদিন পরিশ্রম করে দুটো জিনিস প্রমাণ করে দিলাম আমি। প্রথমটি হলো—সত্যি সত্যি আমাদের দেশের সরকারি ব্যাংকের সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল। আর দ্বিতীয়টি হলো, এ দেশের প্রশাসন যদি চায়, তাহলে কোনো অপরাধীই কারও চোখে ধুলো দিয়ে পালাতে পারে না। আমার মিশন শেষ।’

এরপর তো দেশের সংবাদমাধ্যমে তাকে নিয়ে শুরু হলো ঝড়। এখন সোহেল কি আসলে একজন চোর, নাকি জাতীয় বীর—বিতর্ক এবং দ্বিধা এটা নিয়েই।

No comments

Powered by Blogger.