দল জিতবে, দেশ হারবে by সাযযাদ কাদির

য়াআআ
সেকালের এক মহাজন লিখেছেন, চলার পথে যত কুকুর ঘেউ ঘেউ করে তাদের সবাইকে ঢিল ছুড়ে তাড়াতে গেলে আর গন্তব্যে পৌঁছনো যায় না।
ঠিক, এত কম্ম করে সবাই পৌঁছতে পারে না উদ্দিষ্ট স্থানে; তবে কেউ কেউ যে পারে তা-ও ঠিক। যেমন পেরেছে আমাদের সরকার। এমন অসাধ্য কাজটি, বলতে গেলে, করেছে সাফল্যের সঙ্গেই। তা-ও কেবল পথের নয়, ঘরেরও অনেক ঘেউ-ঘেউ মোকাবিলা করতে হয়েছে এ সরকারকে। কখনও ঢিল ছুড়ে, কখনও ধাওয়া দিয়ে, কখনও ধরে-বেঁধে আটকে রেখে, কখনও মেরে ঠাণ্ডা করে, কখনও স্রেফ চোখ রাঙিয়েও। যে ভাবে হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ বছরও ক্ষমতায় থাকার পথে এগিয়ে চলেছেন নিশ্চিত ভাবে। তাঁর এই তৎপরতাকে ইউরোপীয় দেশের এক কূটনীতিককে উদ্ধৃত করে লন্ডনের খ্যাতনামা ‘দি ইকোনমিস্ট’ লিখেছে ‘এ ক্যু বাই ইনস্টলমেন্টস্‌’- দফায়-দফায় অভ্যুত্থান (অনলাইন সংস্করণ, ২১শে ডিসেম্বর ২০১৩)। আর দু’ সপ্তাহ পর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল। তাঁরা নির্বাচনে না আসুন এমনটিই চেয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের কর্মসূচিতে বাধা দিয়ে, নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে, মেরে-ধরে, অফিস-দপ্তর অবরুদ্ধ-ভাঙচুর করে এমন তক্তা-চ্যাপটা বানিয়ে দেয়া হয়েছে যে, তাঁরা আর নড়া-চড়া দূরে থাক ঠিকমতো মুখটি পর্যন্ত দেখাতে পারছেন না কোথাও! তারপরও শুনতে হচ্ছে মুরগির সুপ খাওয়া নিয়ে খোঁটা, আর সহ্য করা হবে না বলে তর্জন গর্জন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। ‘ইকোনমিস্ট’ লিখেছে, এখানে অবশ্য বৈধতার প্রসঙ্গটি ভিন্ন। উল্লেখ করা প্রয়োজন ‘ইকোনমিস্ট’-এর এ প্রতিবেদনটির পূর্ণ শিরোনাম ‘বাংলাদেশ: দ্য ক্যামপেন ট্রেল - রুলিং পার্টি উইল উইন বাংলাদেশ’স ইলেকশন, দ্য কানট্রি উইল লুজ’ (বাংলাদেশ: অভিযানের পথচিহ্ন - বাংলাদেশের নির্বাচনে শাসক দল জিতবে, দেশ হারবে)। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, ৫ই জানুয়ারি যা-ই ঘটুক সংসদে সদস্য থাকবেন যথেষ্ট, কাজেই আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে কোন সমস্যাই হবে না শেখ হাসিনা’র। তবে এর বৈধতার প্রশ্নটি থেকেই যাবে দেশে ও বিদেশে। বিদেশের প্রসঙ্গ আসায় সঙ্গত কারণেই উঠেছে ভারতের ভূমিকার বিষয়টি। ‘ইকোনমিস্ট’ লিখেছে, এমন একটি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারতো একমাত্র ভারত, কিন্তু সে বেছে নিয়েছে হস্তক্ষেপ না করার ভূমিকাটি। তবে আগে থেকেই ফল জানা যায় এমন একটি নির্বাচনকে তার অসংশয়ে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত হয়তো দেখা হবে এক চরম অদূরদর্শিতার প্রমাণ হিসেবে। বাংলাদেশে এর মধ্যেই প্রবল হয়ে উঠেছে ভারত-বিরোধী আবেগ, এরপর সংঘাত-সহিংসতা তীব্র হয়ে উঠলে ভারতের মিত্র আওয়ামী লীগ ইসলাম-বিরোধী শক্তি হিসেবে পড়তে পারে ঝুঁকিপূর্ণ অবস্থানে। শেখ হাসিনা’র ক্ষমতা দখল প্রক্রিয়ায় পৃষ্ঠপোষকতা করে ভারত যা চাইছে আসলে পাবে তার বিপরীত। বস্তুত বাংলাদেশ রূপান্তরিত হতে পারে অধিক জঙ্গি এবং অল্প ধর্মনিরপেক্ষ এক রাষ্ট্রে। সেনাবাহিনীর প্রসঙ্গও এসেছে প্রতিবেদনটিতে। বলা হয়েছে, তারা হস্তক্ষেপ করতে উৎসাহী নয় মোটেও। করলে কোন বৈদেশিক শক্তি সমর্থন করবে না তাদের। এ অবস্থায় চলমান সংঘাত-সহিংসতা মাসের পর মাস ধরে চলতে থাকবে বলেই সকলের আশঙ্কা। তারপর এক সময় একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যে করতে হবে আওয়ামী লীগের দু’-চারজন নেতাও স্বীকার করেন তা। এক মতামত জরিপে উল্লেখ করেছে ‘ইকোনমিস্ট’। এতে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে ৩০% বাংলাদেশী চান সেনাবাহিনীর হস্তক্ষেপ। হস্তক্ষেপের পর তাদের অধীনে নির্বাচন হলে তাতে দুই নেত্রীকে বাদ দিতে চান মাত্র এক-তৃতীয়াংশ বাংলাদেশী। এর অর্থ, দুই ‘বিবদমান বেগম’ যতই অপশাসনের শিকার করুন দেশকে, তাঁদের ছাড়া দেশ চলবে না। ‘ইকোনমিস্ট’-এর প্রতিবেদক বাংলাদেশ সম্পর্কে বিশেষভাবে অবগত ও অবহিত হলেও যা অনুমান করতে পারেন নি তা হলো ৫ই জানুয়ারির পর কি অবস্থা হবে বিরোধী দলের। তখন যে দমন-নির্যাতন চলবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে এখনই প্রায় নিখোঁজ হয়ে পড়া তাঁদের আর কোথাও খুঁজে পাওয়া যাবে কি? এ প্রশ্নের উত্তর দিতে তেমন কোন দূরদর্শিতার প্রয়োজন পড়ে না বলেই মনে করেন অনেকে।

sazzadqadir@rediffmail.com

No comments

Powered by Blogger.