বেনজির হত্যা মামলায় নতুন করে তদন্ত নয়

মুসলিম লীগের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার বলেছে, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্তের কোনো প্রয়োজন নেই; এর আগের তদন্ত প্রতিবেদনগুলোই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য যথেষ্ট। শনিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশীদ বলেছেন, পারভেজ মোশাররফ ও আসিফ আলী জারদারি সরকারের শাসনামলে যেসব তদন্ত হয়েছে তার প্রতিবেদনের ভিত্তিতে আদালত যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, ‘আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছি, নির্দেশ পেলে সে অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করব।’ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত মে মাসের নির্বাচনের আগে বলেছিলেন, তার দল ক্ষমতায় এলে তিনি বেনজিরের হত্যাকারীদের স্বরূপ উন্মোচন করবেন।
এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় আমরা আলাদা তদন্ত শুরু করতে পারি না।’ ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকতবাগের সামনে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বেনজির ভুট্টো নিহত হন। নির্বাচনী প্রচারাভিযানের সময় প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে যখন তার হুড খোলা গাড়িটি যাচ্ছিল তখন হামলার স্বীকার হন তিনি। এ ঘটনায় পরবর্তী দুটি সরকার চারটি তদন্ত কমিটি গঠন করে এবং চারটি তদন্ত প্রতিবেদনই আদালতে জমা দেয়া হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান ভুট্টোকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে; যদিও ওই দাবিকে আমলে নেয়নি দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ডন।

No comments

Powered by Blogger.